New Update
/anm-bengali/media/media_files/P34q5ZeV6h6Kv9O9dyYi.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: হাওড়ায় যে কয়েকটি বনেদি বাড়িতে দুর্গাপুজো হয়, তার মধ্যে এবছর অন্যতম আকর্ষণ হচ্ছে বসুমল্লিক বাড়ির দুর্গা পুজো। এবছর তাঁদের পুজো শততম বর্ষে পদার্পণ করল।
১৯২৪ সালে প্রয়াত নরেন্দ্রনাথ বসুমল্লিক এই পুজোর প্রচলন করেন। কথিত আছে, তাঁর প্রথম পুত্র দ্বিজেন্দ্রনাথ বসু মল্লিকের জন্মের পর তিনি স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেন। প্রতি বছর নিয়ম নিষ্ঠা মেনে পারিবারিক দালানে প্রতিমা তৈরি করে সেখানেই দেবীর আরাধনা করা হয়। এই পুজোর অন্যতম আকর্ষণ হল এই পুজোয় শুধু পরিবারের সদস্যরা না, কয়েকটি মুসলিম পরিবারও বিশেষ ভাবে অংশ নেয়। আর এটাই এই পুজোর অন্যতম আকর্ষণ। যা জানা যাচ্ছে, এই বছর পুজোর অন্যান্য অনুষ্ঠানের সাথে সাথেই শতবর্ষ উপলক্ষ্যে পুতুলনাচ ও নাটক আয়োজনেরও পরিকল্পনা আছে বসুমল্লিক পরিবারের।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us