অফিস যাত্রীরা আজ ট্রেন বাদই দিন, হাওড়া-ব্যান্ডেল শাখার অবস্থা খারাপ

হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বন্ধ রয়েছে।

New Update
train problem.jpeg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বুধবার সকাল থেকেই হাওড়া-ব্যান্ডেল শাখাতে ব্যাহত ট্রেন চলাচল। রেল সূত্রে দাবি করা হয়েছে হাওড়া স্টেশন ঢোকার মুখে ৬৪ নম্বর পয়েন্টে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বন্ধ রয়েছে। যদিও দ্রুত স্বাভাবিক হবে পরিষেবা এমনটাই পূর্ব রেল সূত্রের খবর।

 passenger train in the Howrah Division

এমন পরিস্থিতির জেরে ইতিমধ্যেই ২২ টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। রেলের তরফে জানা গেছে, ১৩০৩৪ কাটিহার-হাওড়া এক্সপ্রেস খালি অবস্থাতে ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঝিল রোডের কারশেডে যাচ্ছিল। ওই লাইনের ৯০ নম্বর পয়েন্ট ফেটে যায় ও সেই দুর্ঘটনার জেরে ১ থেকে ৬ সবকটি প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বন্ধ হয়ে যায়। 

local train

Add 1