দক্ষিণবঙ্গঃ দফায় দফায় বৃষ্টি! কেমন থাকবে আবহাওয়া?

আপাতত পশ্চিমবঙ্গের উপর একটি মৌসুমী অক্ষরেখা আছে। সেই অক্ষরেখার ফলে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্নন

নিজস্ব সংবাদদাতাঃআলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে দু'এক ডিগ্রি বেশি থাকবে। উপকূলবর্তী এলাকা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলায় একটানা বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

ম

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় মোটামুটি একইরকম আবহাওয়া থাকবে। দিনে রোদ থাকবে জেলায়-জেলায়। ২৪ ঘণ্টার মধ্যে ৩০-৪৫ মিনিটের মতো বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমে যাবে।