দেশে কোন রাজ্যে কত আসন পাবে বিজেপি? বিরাট সমীক্ষা মমতার, অবাক সবাই

২০২৪ সালের লোকসভা নির্বাচন বিজেপির আসন জয় নিয়ে বড় বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Mamata-Banerjee-24

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় দাঁড়িয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দাবি করে যাচ্ছেন, এবারের লোকসভা নির্বাচনে এনডিএ ৪০০ আসন পার করবে। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের দাবি, এবারে রেকর্ড সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনের প্রথম দফার পর বিজেপি ঠিক দেশে কোথায় কত আসন পাবে, রাজ্য ধরে হিসাব কষে বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

cukvvfy

বুধবার অর্থাৎ আজ আউশগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "শুনে রাখুন মাটির কথা। আগেরবার সব জায়গায় সব সিট পেয়েও ৫৪৩-র মধ্যে ৩০৩ পেয়েছিল। এবার তার কিছুই পাবে না। এবার উত্তরপ্রদেশেও ভাল সিট পাবে না। অখিলেশরা ভাল লড়াই করছে। আমি জানি, কারণ আমাদেরও ওখানে একজন রয়েছেন।" 

Add 1

মুখ্যমন্ত্রী মমতা আরও বলেন, "বিহারে যত সিট পেয়েছিল, এবারে তার হাফও পাবে না। রাজস্থানে প্রথম ভোটেই কুপোকাত, ঘাবড়ে গিয়েছে। মধ্যপ্রদেশেও সব সিট পেয়েছিল আগেরবার। এবার অর্ধেক সিটও পাবে না।তামিলনাড়ুতে জিরো পাবে। কেরালায় সিপিএম-কংগ্রেস মিলেমিশে পাবে, তেলেঙ্গনাতেও অর্ধেক পাবে না বিজেপি।"