কীভাবে ছাত্র মৃত্যুতে নাম জড়ালো সৌরভের? হতবাক সকলে

স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুতে নাম জড়িয়েছে মেদিনীপুরবাসী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া সৌরভ চৌধুরীর। স্বপ্নদীপের বাবার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

author-image
Pallabi Sanyal
New Update
১১১১১১১১

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে চন্দ্রকোনার খারুষা গ্রামের সৌরভ চৌধুরীর।কৃষক পরিবারে জন্ম সৌরভের, বাবা-মায়ের একমাত্র সন্তান সৌরভ,সৌরভের বাবা নিরূপ চৌধুরী একজন প্রান্তিক কৃষক। গ্রামের মানুষ থেকে শুরু করে পরিবারের সদস্য সকলেই বলছেন,গ্রামের ছোট্ট ছেলেটা লেখাপড়ায় খুবই ভালো ছিল,ভালো করে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই কলকাতাতে গিয়েছিল উচ্চশিক্ষার জন্য।কিন্তু হঠাৎ করে গ্রামের শান্ত স্বভাবের ছেলেটার নাম জড়াবে ছাত্র মৃত্যুর ঘটনায়  কেউই মেনে নিতে পারছে না।এক কথায় স্তম্ভিত প্রতিবেশী থেকে সৌরভের পরিবার।ছেলের গ্রেফতারের খবর পেয়ে শনিবার ভোর নাগাদ কলকাতার উদ্দেশ্য ছেলের কাছে পাড়ি দিয়েছেন বাবা মা।সৌরভের বাবা নিরুপ চৌধুরীর পাঁচ ভাই,সকলেই ভিন্ন হয়ে বসবাস করলেও পরিবারের ছেলের নাম ছাত্র মৃত্যুর ঘটনায় জড়ানো এবং গ্রেফতার হওয়ায় ভেঙে পড়েছে সকলেই।গ্রাম থেকে কিছু দূরে টেনপুর গ্রামের টেনপুর হাইস্কুলের ছাত্র ছিল সৌরভ।সৌরভের গ্রেফতারের খবর শুনে হতবাক তার স্কুলের প্রাক্তন ছাত্ররাও।