দিল্লির বিস্ফোরণ, সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে জলে নাকা চেকিংয়ের জন্য এল হোভার ক্রাফট

জলপথে মৎস্যজীবীদের ট্রলারে এল এই বোট।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-12 at 2.44.54 PM (1)

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: দিল্লিতে বর্বরোচিত ঘটনার পর সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকায় হাই এলার্ট জারি করা হয়েছে। আজ সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ এলাকার সমস্ত মৎস্যজীবী ট্রলারে স্পিডবোট লঞ্চ নিয়ে নাকা চেকিং শুরু হয়েছে। সকালবেলায় পৌঁছে গেছে অত্যাধুনিক হোভার ক্রাফট স্পিড বোট যা জলে স্থলে উভয়ক্ষেত্রেই পারদর্শী। এর ফলে বঙ্গোপসাগর সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় নাকা চেকিং- এর ক্ষেত্রে সুবিধা হবে। প্রত্যেকটি ট্রলারের কাছে গিয়েই সুন্দরবন জেলা পুলিশেডের পক্ষ থেকে তাদের সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে ও সেই সঙ্গে তাদের পরিচয়পত্র যাচাই করছেন। 

WhatsApp Image 2025-11-12 at 2.44.54 PM