আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে হুমকি, গ্রেফতার তাঁরই স্বামী

আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-05-01 at 18.33.06

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে হুমকি। আর সেই ঘটনায় নাম জড়ালো খোদ স্বামীর। স্বামীর বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ গৃহবধূ। অভিযোগ পেয়েই নাইন এমএম পিস্তল সহ পুলিশের হাতে পাকড়াও গৃহবধূর স্বামী সহ তার এক বন্ধু।

এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বড়আকনা গ্রামে। বড়আকনা গ্রামের বাসিন্দা মঙ্গল ভূঁইয়া তার স্ত্রী বুল্টি ভূঁইয়াকে বিভিন্ন সময় মারধর বধূ নির্যাতন করত বলে অভিযোগ। এমনকি কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র দেখিয়েও গৃহবধূকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। 

গৃহবধূ চন্দ্রকোনা থানার পুলিশকে বিষয়টি জানায়। স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ দ্রুত তদন্ত নেমে অভিযুক্ত স্বামী মঙ্গল ভূঁইয়া ও তার এক বন্ধুকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। 

চন্দ্রকোনা থানার পুলিশ সূত্রে খবর, একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। এই পিস্তল কোথা থেকে পেল কিভাবে আসলো পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আজ পাঠানো হয় ঘাটাল মহকুমা আদালতে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তরা বিজেপি কর্মী হিসেবে পরিচিত। আপাতত, এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনায়।