ডেবরায় সেচ দফতরের জায়গায় বাড়ি! হাইকোটের নির্দেশে তদন্তে ভূমি দফতর ও পুলিশ

আবাসের বাড়ির ভবিষ্যৎ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-10-15 172440

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহন গ্রাম পঞ্চায়েতের  শ্যামসুন্দরপুর এলাকায় সেচ দফতরের জায়গার অবৈধ ভাবে একটি বাড়ি নির্মাণ করেছে এক ব্যক্তি। তার দাবী দীর্ঘ কয়েক বছর আগে থেকেই  ওই জায়গায় চাষ করে আসছে পূর্বপুরুষেরা তারপর থেকে ওই সেচ দফতরের জায়গায় তারাই চাষবাস করত। বর্তমানে সরকারি বাড়ি পাওয়ার পর সেই জায়গাতেই বাড়ি বানানো শুরু করায় প্রতিবেশীদের এক পরিবার হাইকোর্টে অভিযোগ জানান যে সেচ দফতরের জায়গায় বাড়ি তৈরি হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে ডেবরার ভূমি দফতর ও ডেবরা থানার পুলিশ ওই এলাকায় গিয়ে তদন্ত শুরু করে। ডেবরার বিএলআরও রূপবিলাস মন্ডল বলেন, "আমরা বিডিও সাহেব এবং মহামান্য হাইকোর্টের নির্দেশে তদন্ত করে দেখেছি। ওই জায়গাটি সেচ দফতরের। যারা বাড়ি বানাচ্ছেন তাদের কোনো কাগজ নেই। তাই আমরা পুনরায় ওই রিপোর্ট হাইকোর্টে পাঠিয়ে দেব"৷ 

যদিও সরকারি বাড়ি পাওয়া ব্যক্তির ছেলের দাবি সরকারি ভাবে বাড়ি তৈরির টাকা পেয়েছে। তাই বাড়ি তৈরি করছে। তবে তার কাছে জায়গার কোনো কাগজ নেই৷ সে এও স্বীকার করেন যে ওই জায়গা সেচ দফতরেরই।  

প্রশ্ন হল জায়গা বা পাট্টা না থাকলে সরকারিভাবে ঘর পাওয়া যায় কীভাবে? বা দীর্ঘ বছর দখল থাকার পর তিনিও পাট্টার আবেদন করেননি কেন? 

Screenshot 2025-10-15 172358