সবংয়ে ভেঙে ফেলা হল বাড়ি ও দোকানঘর

কি কারণে দেওয়া হল এই নির্দেশ ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-10-31 at 10.35.58 AM

JCB

নিজস্ব সংবাদদাতা : হাইকোর্টের রায়ে সবংয়ের সেচচক এলাকায় সরকারি জায়গার ওপর গড়ে ওঠা ৪৪টি বাড়ি ও দোকানঘর ভাঙার নির্দেশ এসেছে। এই বিষয়ে ইতিমধ্যেই প্রথম পর্যায়ে ১০টি বাড়ি ও দোকানঘর ভাঙলো সবং ব্লক প্রশাসন।

digbijay da add

গতকাল বিশাল পুলিশ বাহিনী নিয়ে সবংয়ের সেচচক এলাকায় সরকারি জায়গায় গড়ে ওঠা বাড়ি ও দোকান ভেঙে ফেলা হল। ৪৪টির মধ্যে ১০টি আপাতত ভাঙা হলেও বাকীগুলিও আগামীতে ভেঙে ফেলা হবে। ইতিমধ্যেই পুনর্বাসনের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষজন।