New Update
/anm-bengali/media/media_files/2025/05/14/rIMQahsjj2wnmF03GFIL.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ভয়াবহ অগ্নিকাণ্ড বসতবাড়িতে। দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রামে মনোজ রায়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোজবাবুর বাড়ির পাশের একটি বিয়েবাড়িতে আতশবাজি জ্বালানো হচ্ছিল আর সেই আতশবাজির ফুলকি বাড়ির ছাদে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িটি।খবর দেওয়া হয় দমকল কর্মীদেরকে ও দাসপুর থানায়। ঘটনাস্থলে ঘাটাল দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মনোজ বাবুসহ তার পরিবার ওই বাড়িতেই থাকত। একটিমাত্র মাটির বাড়ি ছিল তাদের আশ্রয় আর সেটিও হারাল তারা। আগুনে ভস্মীভূত হয়েছে বাড়ির ভিতরে থাকা সমস্ত কিছু।
/anm-bengali/media/media_files/2024/12/19/9QPqs1TAfR9IY9qcqwW9.jpg)
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us