ভয়াবহ বাইক দুর্ঘটনা! হেলমেট না পরার মাশুল

কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-21 at 3.09.12 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ভয়াবহ পথ দুর্ঘটনা চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে। দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, আশঙ্কাজনক ২।

গতকাল সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের চন্দ্রকোনা থানার ক্ষীরপাইয়ের বুড়িরপুকুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃতদের কোনও নাম-পরিচয় জানা যায়নি। 

জানা যায়, ঘাটাল থেকে ক্ষীরপাইগামী ও ক্ষীরপাই থেকে ঘাটালগামী দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বুড়িরপুকুর এলাকায়। দুটি মোটর বাইকে ছিল মোট ৫ জন। ঘটনায় ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ও স্থানীয় মানুষের তৎপরতায় চিকিৎসার জন্য ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও পরে সেখান থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। অপর ২ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কারুর মাথায় নাকি হেলমেট ছিল না। নাম-পরিচয় না জানা গেলেও ২ জন বাইক আরোহীর বাড়ি বাঁকুড়া এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে।

Accident

digad