New Update
/anm-bengali/media/media_files/jOkZNUzaKRDIyPqCyVnw.jpg)
নিজস্ব সংবাদদাতা, সুতাহাটা: ভয়াবহ যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত প্রায় ২০জন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার দ্বাড়িবেড়ায় হলদিয়া মেচেদা রাজ্য সড়কে। সূত্র মারফত জানা গিয়েছে, হলদিয়াগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিরে রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে উলটে যায়।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এই ঘটনার জেরে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়েছে।
/anm-bengali/media/media_files/1eirvUJkiFbsW2OAUfLT.jpg)
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছে সুতাহাটা থানার পুলিশ। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us