এবার হুগলির নার্সের রহস্যমৃত্যু! ঘটনায় গ্রেপ্তার নার্সিংহোমের মালিক ও নার্সের প্রেমিক

এই সম্পর্কজনিত দ্বন্দ্ব থেকেই ঘটনার সূত্রপাত হতে পারে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: সিঙ্গুরের একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত নার্স দীপালি জানার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন নার্সিংহোমের মালিক ও মৃতার প্রেমিক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা বছর চব্বিশের দীপালির সঙ্গে একই জেলার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই সম্পর্কজনিত দ্বন্দ্ব থেকেই ঘটনার সূত্রপাত হতে পারে। সেই কারণেই ওই যুবককে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে।

অন্য দিকে, নার্সিংহোমের কয়েকজন সহকর্মীর বয়ান ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পেরেছে, বুধবার রাতে বাড়ি ফেরার পথে দীপালির সঙ্গে তুমুল বচসা হয় নার্সিংহোমের মালিকের। সেই ঘটনাকেও সন্দেহের কেন্দ্রে রেখেছে তদন্তকারী অফিসাররা। মালিককেও গ্রেফতার করা হয়েছে।

x

নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা দীপালির বাবা সুকুমার জানা অভিযোগ করেন, “রাত ১১টা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে বলা হয় দীপালি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা রাত সাড়ে ৩টা নাগাদ সেখানে পৌঁছে জানতে পারি, পুলিশ দেহ নিয়ে গিয়েছে। আমাদের না দেখিয়ে কেন দেহ নিয়ে গেল?” তাঁর সাফ অভিযোগ, “আমার মেয়ে কখনও আত্মহত্যা করতে পারে না। ওকে খুন করা হয়েছে”।

হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কামনাশিস সেন জানান, মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। শুক্রবার মৃতার দেহের ময়নাতদন্ত করা হবে।