/anm-bengali/media/media_files/2025/10/15/screenshot-2025-10-15-150758-2025-10-15-15-09-01.png)
নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার পাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়কের ধারে একটি হোটেল দীর্ঘদিন ধরে মধু চক্র চালানোর অভিযোগ ছিল। সেই অভিযোগে পাঁশকুড়া থানার পুলিশ ১৪ অক্টোবর রাতে হোটেলে হানা দেয়। ৪ মহিলা সহ হোটেল মালিক ও খদ্দেরসহ মোট ৮ জনকে গ্রেফতার করে। আজ ধৃত ৮ জনকে পাঁশকুড়া থানার পুলিশ তমলুক জেলা আদালতে পাঠিয়েছে।
পাঁশকুড়ার পিতপুরে রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসা চলার অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার SP অফিস থেকে পুলিশ প্রশাসনের ১৪ জনের প্রতিনিধি দল পিতপুরের মা তারা ফ্যামিলি রেস্টুরেন্টে হানা দেয়। এদিন বিকেল ৩টে থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত চলে তল্লাশি। এই ঘটনায় অর্থাৎ ৪ জন মেয়ে এবং ৪ জন ছেলেকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ওই হোটেলের ৩ টি রুম সিল করে দেওয়া হয়েছে। আজ সকালে পাঁশকুড়া থানা থেকে অভিযুক্তদের তমলুক কোর্টে নিয়ে যাওয়া হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/15/screenshot-2025-10-15-150846-2025-10-15-15-09-13.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us