বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক, উপাচার্য দিলেন সাফাই

দু'জনকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-07-10 at 19.39.35

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ইতিহাস পরীক্ষায় প্রশ্ন 'ভুল'-এর ঘটনায় ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান এবং মডারেশন বোর্ডের যে মেম্বারের সই ছিল তাঁদের দু'জনকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হল। এদিন এমনটাই জানান উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। সেইসঙ্গে তিনি এও জানান, "এই অনিচ্ছাকৃত ভুল বা অসাবধানতা জনিত ত্রুটির কারণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। আমি ব্যক্তিগতভাবে লজ্জিত ও আহত"।

উপাচার্যের কথায়, "টাইপোগ্রাফিক্যাল ভুল বা প্রিন্টিং মিসটেকের জন্য তাঁদের সরিয়ে দিচ্ছি। সারা দেশের মানুষের কাছে বিশেষ করে দেশপ্রেমী মানুষের কাছে আমাদের এটাই বার্তা। কেউ আহত হয়ে থাকেন তার জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দুঃখিত, ক্ষমাপ্রার্থী"। 

WhatsApp Image 2025-07-10 at 17.18.52

এদিন সকাল ১১টা থেকে ইতিহাস সহ সমস্ত বিভাগের বিভাগীয় প্রধানদের নিয়ে প্রায় দুঘন্টা বৈঠক করেন উপাচার্য। পরীক্ষা নিয়ামক এবং ইউজিসি বোর্ড অফ চেয়ারম্যান এর থেকে রিপোর্ট চাওয়া হয়। তাদের রিপোর্ট হাতে আসার পরেই দুজনকে সরিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে একজন বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক এবং অন্য জন কলেজের অধ্যাপক রয়েছেন। তাদের অব্যাহতি দেওয়ার পর সিনিয়র দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে আগামীদিনে কলোনিয়াল বা ঔপনিবেশিক শব্দ যাতে ব্যবহার না হয় বা পড়ুয়ারা সেই সমস্ত শব্দ না পড়েন, সেভাবেই সিলেবাস তৈরির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিনের বৈঠকে।