Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/rnkVdPvRamRQttZso23M.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ভোট গণনা কেন্দ্র ঘাটাল কলেজ থেকে বেরিয়ে বড়সড় এক অভিযোগ করলেন।
হিরণ দাবি করেন যে কেশপুরে ভোট লুট হয়েছে এবং তাতে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের উপর দোষারোপ করেন হিরণ। তথ্য দিয়ে তিনি জানান, 'কেশপুরের একাধিক বুথে বিজেপি শূন্য ভোট পেয়েছে। এর থেকেই বোঝা যায় কিভাবে ভোট লুট হয়েছে কেশপুরে'। আগামী পাঁচ বছর ঘাটালে উন্নয়নের প্রয়োজনে যদি তাকে দরকার পড়ে, তিনি ঘাটালের পাশে থাকবেন বলেও আশ্বাস দিলেন।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us