কলকাতায় হিন্দুত্ববাদী পতাকা বাস থেকে খুলে নেওয়া হল, এবার কুলটিতে বাসে বাসে টাঙানো হল পতাকা

কুলটিতে কি করা হল?

author-image
Aniket
New Update
c



 


নিজস্ব প্রতিনিধি: ওয়াকফ প্রতিবাদের সময় কলকাতায় হিন্দু বিরোধী কার্যকলাপ লক্ষ্য করা হয়। আন্দোলনের নামে কলকাতায় এক বাসে হিন্দুত্ববাদী পতাকা বাস থেকে জোর করে খুলে নিতে বাধ্য করা হয়। এবার কলকাতায় হিন্দু বিরোধী কার্যকলাপের জন্য প্রতিবাদে আজ পথে নেমে কুলটি এলাকায় পথ চলতি বাস সহ বিভিন্ন গাড়িতে হিন্দুত্ববাদী ধ্বজা টাঙিয়ে দেওয়া হল।

যার নেতৃত্ব দিলেন বিজেপি নেতা অভিজিৎ আচার্য। এই বিষয়ে তিনি বলেছেন, "ওরা আন্দোলন করছিল সেটা ঠিক ছিল, কিন্তু যেভাবে বেছে বেছে হিন্দু পতাকা যে বসে লাগানো ছিল সেটা জবরদস্তি খুলেছে। আমরা ওদের মত ইট পাথর তুলে নেয়নি, তারা ১ টা পতাকা খুলেছে আমরা কয়েক লক্ষ পতাকা বাসে লাগাবো"।