/anm-bengali/media/media_files/2025/08/04/whatsapp-image-2025-08-04-2025-08-04-12-14-14.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: ধর্ম আলাদা, কিন্তু হৃদয়ের ধর্ম একটাই—মানবতা। আজ শিল্পাঞ্চল দুর্গাপুরে এমনই এক ছবি দেখা গেল যা চোখে জল এনে দেয়। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দামোদর নদ থেকে জল নিয়ে প্রায় ১২ কিমি হেঁটে শত শত শিবভক্ত চলেছেন আড়ার রাঢ়েশ্বর শিবমন্দিরের উদ্দেশ্যে। মুখে জপ করছেন "হর হর মহাদেব"। এই ভক্তদের পথচলাকে আরও সহজ করে তুললেন দুর্গাপুরের মুসলিম সম্প্রদায়ের মানুষ। কেউ ঠান্ডা শরবত বাড়িয়ে দিলেন, কেউ পানীয় জল, কেউ আবার খেজুর, বাতাসা কিংবা ধূপ মোমবাতির ব্যবস্থা করলেন। দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে প্রতিটি ভক্তের হাতে তুলে দেওয়া হল স্নেহের পরশ। উদ্যোক্তা গুড্ডু খান বললেন, "মানুষ তো ধর্ম দিয়ে নয়, মন দিয়ে বড় হয়। তাই আমরা ধর্ম নয়, মানুষকেই গুরুত্ব দিই। ১২ কিমির কষ্টের যাত্রায় যেন কেউ পিপাসায় না ভোগে, এই ছিল আমাদের প্রার্থনা"। আজকের দুর্গাপুর দেখল, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানলে ভারত ঠিক এমনই হয় এক, অটুট, অনন্য ভারত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/04/whatsapp-image-2025-08-04-2025-08-04-12-06-24.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us