New Update
/anm-bengali/media/media_files/WGedtRzkd1J54Lcot7BJ.jpg)
নিজস্ব সংবাদদাতা : হাই মাদ্রাসার পরীক্ষায় প্রথম স্থানাধিকারী হলেন মুর্শিদাবাদের বাসিন্দা আশিক ইকবাল। তার প্রাপ্ত নম্বর ৭৮০।দ্বিতীয় নাসির উদ্দিন মোল্লা। তিনিও মুর্শিদাবাদের বাসিন্দা। তার প্রাপ্ত নম্বর ৭৭৫। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় হয়েছে মুর্শিদাবাদ থেকে। তৃতীয় মালদার মহম্মদ মুক্তাদুর রহমান। প্রাপ্ত নম্বর ৭৭৪।
আলিমে প্রথম হয়েছেন উত্তর ২৪ পরগনার সুজাউদ্দিন লস্কর। তার প্রাপ্ত নম্বর ৮৪৫।দ্বিতীয় হয়েছেন উত্তর ২৪ পরগনার করিমুল ইসলাম মণ্ডল। সে পেয়েছে ৮৪৩। অর্থাৎ এক্ষেত্রেও প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা একই জেলার। তবে দ্বিতীয় স্থানাধিকারী রয়েছেন আরো একজন। মুর্শিদাবাদের আব্দুল হালিম ৮৪৩ পেয়ে দ্বিতীয় হয়েছেন। আবার তৃতীয় স্থানাধিকারীও মুর্শিদাবাদের বাসিন্দা। আব্দুর রহমান ৮৩৯ পেয়ে তৃতীয় হয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us