/anm-bengali/media/media_files/5XBAhPnfiWNfJXffE73W.jpg)
নিজস্ব সংবাদদাতা : প্রকাশিত হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল। মাধ্যমিকের উল্টো ছবি দেখা গেল এই পরীক্ষার ফলে। মাধ্যমিকে পাশের হারে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। প্রথম স্থানাধিকারীও একজন মেয়ে। এর উল্টো ছবি দেখা গেল হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার রেজাল্টে। সাড়ে দশটায় পর্ষদের তরফে ফল প্রকাশের পর বেলা সাড়ে ১১ টা থেকে ওয়েবসাইটেও ফল দেখা যাবে। হাই-মাদ্রাসায় পাশের হার ৮৮.০৯ শতাংশ। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫২০৬ জন। মোট পাশ করেছেন ৩১০১৪ জন। পাশের হারে এগিয়ে ছাত্ররা। ছাত্রদের পাশের হার ৯০.০২ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.১২ শতাংশ।আলিমে পাশের হার ৯০.৬৯ শতাংশ। আলিমেও পাশের হারে ছাত্রীদের টেক্কা ছাত্রদের।আলিম ছাত্রদের পাশের হার ৯৬.০৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৫.৫৩ শতাংশ।ফাজিলে পাশের হার ৯১.১৫ শতাংশমোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৬৩৩। ছাত্রদের পাশের হার ৯৬.১০ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৬.৩৫ শতাংশ। তিনটি পরীক্ষা মিলিয়ে ৩৫ জনের নাম রয়েছে মেধা তালিকায়। এর মধ্যে ১০ ছাত্রী এবং ২৭ জন ছাত্র রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us