ভোট দিলেন বিজেপি নেতা

 গণতন্ত্রের উৎসবে সামিল হলেন হিমাচল প্রদেশের বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
jairam thakur aq1.jpg

নিজস্ব সংবাদদাতা: আজ দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম দফা তথা শেষ দফার ভোট গ্রহণ পর্ব। সবমিলিয়ে শেষ দফায় ৫৭ টি লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে গণতন্ত্রের এই শ্রেষ্ঠ উৎসব।

Congress government has no moral right to stay in power in Himachal Pradesh:  LoP Jairam Thakur

মোট নয়টি রাজ্য ও ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

Get prepared to face defeat: LoP Mukesh Agnihotri to CM Jai Ram Thakur -  The Economic Times

এই আবহেই মান্ডির একটি ভোট কেন্দ্রে ভোট দিলেন হিমাচল প্রদেশের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা জয়রাম ঠাকুর।

Add 1