মিড-ডে মিলে ইলিশ পড়ছে ছাত্র-ছাত্রীদের পাতে

চোখে পড়ল ছাত্র-ছাত্রীর চেটেপুটে খাচ্ছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-06 at 11.50.11 AM (1)

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগনা: নিত্যদিনের খিচুড়ি অথবা সাদা ভাত, সিদ্ধ ডিম নয়তো সোয়াবিনের তরকারি। কোনও কোনও দিন সেদ্ধ ডিমের বদলে ডিমের ঝোল অথবা সব্জির ঘ্যাঁট। মিড-ডে মিলের একঘেয়ে এই খাবারের বাইরে এবার পাতে দেওয়া হল ইলিশ। ঘটনাটি মথুরাপুর ২ নং ব্লকের উলুবাড়ি বেড়মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। মেনুতে ছিল খিচুড়ি সঙ্গে বেগুন ভাজা, ইলিশ ভাজা ও মিষ্টি। 

এই নিয়ে স্কুলের এক ছাত্রী তনুশ্রী বৈদ্য বলল যে এই ইলিশ পেয়ে খুবই খুশি সে। মিড-ডে মিলের খাবারে এমন জিনিস থাকায় সকলেই খুবই আনন্দিত। এ নিয়ে বিভা হালদার নামের এক অভিভাবক জানিয়েছেন যে তিনি আশেপাশের স্কুলের কোথাও এমন জিনিস দেখেননি। স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগে পাতে ইলিশ পড়ার বিষয়টি সাড়া ফেলে দিয়েছে এলাকায়।

এই স্কুলটি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অবস্থিত। প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী ও ৩ জন শিক্ষক নিয়ে চলে পঠন-পাঠন। স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার নিজের উদ্যোগেই এই কাজ করেছেন।

এই মিড-ডে মিলে ইলিশ দেওয়া নিয়ে তিনি জানিয়েছেন যে এখানের রায়দিঘি ঘাট থেকে ইলিশ বাইরে রফতানি হয়। কিন্তু এই এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রান্তিক এলাকার মানুষজন ইলিশ খেতে পায় না। সেখান থেকে ছাত্র-ছাত্রীদের মুখে স্বাদের ভিন্নতা আনতে ও মিড-ডে মিলের একঘেয়েমি কাটাতে এই ব্যবস্থা করেছেন তিনি। প্রায় ৬০০-৭০০ গ্রাম সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছেন তিনি। আগামী দিনেও সময় ও সুযোগ আসলে এভাবেই ইলিশ পাতে দেবেন ছাত্র-ছাত্রীদের।

WhatsApp Image 2025-08-06 at 11.50.11 AM