সাংসদ তহবিলের তরফে বসানো হাইমাস লাইট ১০ দিনেই বিকল, ক্ষিপ্ত স্থানীয়রা

দীর্ঘদিন এই এলাকা অন্ধকারে নিমজ্জিত ছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-11-07 at 20.16.20

File Picture

নিজস্ব সংবাদদাতা: অন্ডালের সিদুলি এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল হাটতলা এলাকায় একটা হাইমাস লাইটের। এই হাটতলা এলাকাটি এলাকার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা বলে স্থানীয়রা জানান। এখানেই বসে এলাকার কাঁচা সবজির ব্যবসায়ীদের হাট। দীর্ঘদিন এই এলাকা অন্ধকারে নিমজ্জিত ছিল। তাই মানুষের চাহিদা মত আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার সাংসদ কোটার তহবিল থেকে ৩ লক্ষ ৭৯ হাজার ৭৭৭ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল হাইমাস লাইট। চলতি বছরের ২৮ অক্টোবর এই লাইটির উদ্বোধন করেন স্থানীয় তৃণমূলের নেতারা বলে জানান স্থানীয়রা। লাইটটি তিন দিন জ্বলার পর হঠাৎ করে বিকল হয়ে যাওয়ায় ফের অন্ধকার নেমেছে এলাকায়। 

স্থানীয় বাসিন্দা বিনয় কুমার যাদব ও পার্থ ঘোষরা জানান, দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল এলাকায় লাইট লাগানো হোক এবং সেটা লাগানোও হয়েছে। কিন্তু কয়েক দিনেই তা বিকল হওয়ার পর আর সেই লাইট মেরামত করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। যে ঠিকাদার সংস্থা লাইট লাগিয়েছিল তাদেরকে ফোন করেও পাওয়া যায় না বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, অবিলম্বে এলাকার লাইটটি মেরামত করে এলাকাকে অন্ধকার মুক্ত করা হোক।