/anm-bengali/media/media_files/2025/03/13/NuIPiWyAnWSPS2hLFQ14.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: প্রত্যেক বছরের মত এই বছরও পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা কাঁচা হাতে শাকসবজি ও ফুলের রস দিয়ে তৈরি করল ভেষজ আবির। এই ভেষজ আবির নিয়ে তারা মেতে উঠল বসন্ত উৎসবে।
/anm-bengali/media/media_files/e4temN956ULDXCgLD8w5.jpg)
বসন্ত উৎসব উপলক্ষ্যে কচিকাঁচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পালং শাক, ধনেপাতা, বিট, গাজর, হলুদ, পুঁইয়ের পাকা বীজ, গাঁদা ফুল ও অপরাজিতা ফুলের রস অ্যারারুটে মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করল তারা আবির। আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলার পাশাপাশি কচি-কাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। এই কর্মশালার মধ্যে দিয়েই বাচ্চাদের হাতে-কলমে শিক্ষা দেওয়া গেল যে গাছ আমাদের বন্ধু। বিদ্যালয়ের শিক্ষক মহাশয় বলেন যে পরিবেশ বান্ধব ও নিরাপদ বসন্ত উৎসব পালন করার লক্ষ্যে এই আয়োজন। একটি বাচ্চা তখন নৃত্য পরিবেশন করছে "বসন্ত এসে গেছে"।
\
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us