New Update
/anm-bengali/media/media_files/nHJba1Wc6XjtDdFZPPRV.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ মৌসুমি বায়ুর ফলে রাজ্যে সশুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। গত ৪৮ ঘন্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, মৌসুমী অক্ষরেখা বাংলার উপকূলীয় জেলার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/05/Weather-News-Update-Rain.jpg)
আরও জানা গিয়েছে যে, রবিবার বিকেলের পর ও সোমবার হালকা বৃষ্টি হতে পারে। সোমবার সন্ধ্যার পর ক্রমশ বৃষ্টি কমবে। ১৭ই জুলাই থেকে ফের বৃষ্টি বাড়তে পারে।
/anm-bengali/media/post_attachments/ba1892ac325e4abeab38860eb34f0e71f21328287032dfe7038dd96451aa8e79.jpg?size=948:533)
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। আজও দিনের বেশিরভাগ সময়ে আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায়।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us