Breaking: হঠাতই আছড়ে পড়ল তীব্র ঝড়, দোসর প্রবল বৃষ্টি

দুপুরের তীব্র কাঠফাটা রোদ্দুরের পর হঠাৎ করে তীব্র ঝড় আছড়ে পড়ল দাঁতনের সোনাকনিয়া সহ একাধিক এলাকায়।  ঝড়ের প্রকোপে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
rain.jpg

নিজস্ব প্রতিনিধি, দাঁতনঃ দুপুরের তীব্র কাঠফাটা রোদ্দুরের পর হঠাৎ করে তীব্র ঝড় আছড়ে পড়ল দাঁতনের সোনাকনিয়া সহ একাধিক এলাকায়। উড়িষ্যা-পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা সোনাকনিয়াতে মঙ্গলবার বিকেল তিনটের সময় হঠাৎ করে আছড়ে পড়ে এই তীব্র ঝড় (Heavy Wind)।

rain 2.jpg

 ঝড়ের প্রকোপে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ তীব্র ঝড়, এর পাশাপাশি প্রবল বৃষ্টিপাত (Heavy Rainfall) চলছে এখন দাঁতন জুড়ে। এদিকে বালেশ্বরে রেল দুর্ঘটনার কারণে সোনাকুনিয়ায় পশ্চিমবঙ্গ-উড়িষ্যা সীমান্তে প্রশাসনের তৈরি করা সহযোগিতা ক্যাম্প এই ঝড়ের কবলে পড়েছে।