অতি বর্ষণ, শহরে জমল জল

মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় রাস্তার উপর জমে গেল জল।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-26 11.59.05 AM

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার দিনহার অতি বর্ষণের কারণে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় রাস্তার উপর জমে গেল জল। শহরের এলআইসি মোর সহ বিভিন্ন এলাকাতে রাস্তার উপর জলের স্রোত যেতে দেখা গিয়েছে।

তবে বিকেলের পর কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে ভালুকখুনিয়া এলাকাতে প্রবল বৃষ্টির মাঝে হালকা ঝড়ে বেশ কিছু বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়।