Breaking : তুমুল বৃষ্টি! উপড়ে পড়লো গাছ! স্তব্ধ জাতীয় সড়ক

দুর্যোগ! বিশ্বকর্মা পুজোয় তোলপাড়। ঝড়-বৃষ্টি। রাজ্য সড়কেই কিনা উপড়ে পড়লো গাছ। প্রবল যানজট। মানুষের ভিড়। নাজেহাল নিত্য যাত্রীরা। রাস্তা পরিষ্কারের কাজ শুরু।

author-image
Pallabi Sanyal
18 Sep 2023
্ংেো

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদনীপুর :  হঠাৎ করেই শুরু মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টির পরিমাণ এতটাই ছিল, যার জেরে মাটি আলগা হয়ে আস্ত গাছ পড়লো রাজ্য সড়কের ওপর। বেশ কিছুক্ষনণ অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মুন্ডুমারি এলাকার ঘটনা। বিকেলে প্রবল বৃষ্টির ফলেই গাছ পড়ে যায়। তারপর স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্যোগে সেই গাছ কেটে সরানোর কাজ চলছে। যার জেরে পিংলা থেকে ডেবরার যোগাযোগ বন্ধ। দ্রুত গাছ কেটে  রাস্তা পরিস্কারের কাজ চলছে।