তুমুল বৃষ্টি! লাভ না ক্ষতি?

বর্ষা এসেছে দেরিতে। তার ওপর রয়েছে ঘাটতি। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপই এখন ভরসা চাষীদের। চাষের কাজে চাই জল। বৃষ্টির দেখা নেই। এদিকে উপকূলবর্তী মানুষদের বিপদ বৃষ্টিতে।

author-image
Pallabi Sanyal
New Update
11111111

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :  মঙ্গলবার থেকে অনবরত বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রাম জেলায়।। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে ঝাড়গ্রাম জেলায় প্রবল বৃষ্টি। ফলে চিন্তা বাড়ছে  নদী তীরবর্তী এলাকার গ্রামের বাসিন্দাদের। কারণ এইভাবে বৃষ্টি হতে থাকলে নদীর জল ফুলে ফেপে উঠবে তাহলে বন্যার মত পরিস্থিতি হতে পারে। তবে এ পক্ষেই বৃষ্টি চাষের জন্য উপকারী হবে বলে মনে করছেন চাষী।