বঙ্গোপসাগরের নিম্নচাপ, বঙ্গে ভারী বৃষ্টি,গঙ্গাসাগরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং

বৃষ্টি আসছে আবার।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-10 at 2.22.00 PM

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর: আবারও বঙ্গে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর শুনে গভীর সমুদ্র থেকে বন্দরের দিকে একে একে ফিরে আসছে মৎস্যজীবীরা। কয়েকদিন টানা বৃষ্টির ফলে সুন্দরবনের একাধিক জায়গায় নদীর বাঁধ দুর্বল হয়ে রয়েছে। জলোচ্ছ্বাস হলে নদীর বাঁধ ভেঙে যেতে পারে এবং বাঁধ উপচে জল ঢুকতে পারে বলে এলাকায় প্রশাসনের তরফ থেকে নজর রাখা হয়েছে দুর্বল নদী বাঁধগুলির ওপর। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের সামনে সমুদ্র সৈকতে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করে সতর্ক করছে মানুষকে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার কথা বলা হচ্ছে এবং পুণ্যার্থীদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

Screenshot 2025-07-10 140939