জোড়া ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গে কি এবার বাড়বে বৃষ্টি?

বৃষ্টি হলেও গরম কমছে না। আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে আজ? দক্ষিণবঙ্গে কি বৃদ্ধি পাবে বৃষ্টি? জেনে নিন এখনই এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
rain.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে সাগরে রয়েছে। আগামী ১৮ জুলাই, মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহে আগামী কয়েক ঘণ্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবে না। জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যে কলকাতা, আলিপুর, দমদম, হাওড়া, সল্টলেক, বালী, ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, কল্যাণী, চন্দননগর, তারকেশ্বর, আমতা, বাগনান, উলুবেড়িয়া, ক্যানিং, বসিরহাট, হলদিয়া, কাঁথি, তমলুক, দিঘা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, আসানসোল, দুর্গাপুর, কাটোয়ায় বৃষ্টি হতে পারে আজ।