New Update
/anm-bengali/media/media_files/6kpxQS1TpxEWDEKhpLx2.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার রাতে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ হয়ে গেল তুমুল বৃষ্টি সাথে শিলাবৃষ্টিও হয় বেশ কিছু জায়গায়। ফসলের ক্ষতির আশঙ্কা পশ্চিম মেদিনীপুরের কৃষকদের। বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, দাসপুর সহ জেলার বেশকিছু জায়গায় আচমকাই শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ মুশলধারে বৃষ্টি আর তার সাথে শিলা বৃষ্টিও হতে দেখা যায়। বেশকিছুক্ষণ চলতে থাকে এই বৃষ্টি।
একেই সকাল থেকে মেঘলা আকাশ সাথে দিনভর ঘন কুয়াশার দাপট চলেছে সারাদিন। বৃহস্পতিবার সকালের দিকে কয়েক পশলা বৃষ্টিও হতে দেখা যায়। রাতে হঠাৎ বজ্র বিদ্যুৎ সহ মুশলধারে বৃষ্টির পাশাপাশি শিলা বৃষ্টি হওয়ায় ফসলের চরম ক্ষতির আশঙ্কা করছেন জেলার কৃষকরা।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us