BREAKING: ভূমিধসে নাজেহাল দার্জিলিং, এর মধ্যেই এল আরো বড় সতর্কতা

দুর্যোগ থেকে রেহাই নেই উত্তরবঙ্গের।

author-image
Anusmita Bhattacharya
New Update
shimla.jpg

নিজস্ব সংবাদদাতা: এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই উত্তরবঙ্গের। চিন্তা বাড়াচ্ছে ফের ভারী বৃষ্টি। জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা। ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। জলপাইগুড়িতে হচ্ছে একনাগাড়ে বৃষ্টি। বেহাল হয়ে পড়েছে নাগরাকাটা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সতর্কতা।

Heavy rain batters north Bengal: Tourists left stranded, roads ...