WEST BENGAL: আগামীকাল সকাল ১১টা-বিকেল ৪টে...বাইরে বেরোবেন না!

রাজ্যের উপর চরম দুর্যোগের ঘনঘটা। একদিকে মোচার আশঙ্কা আর একদিকে উত্তাপ, দুইয়ে মিলে নাজেহাল করে দিচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে। আগামীকালের জন্য বড় সতর্কবার্তা।

New Update
heatbengal

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল গোটা বাংলাজুড়ে বইবে লু (Loo)। এই মর্মে সতর্ক করলো নবান্ন (Nabanna)। আগামীকাল সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছে নবান্ন। বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ তৈরি হওয়ায় দক্ষিণের বাতাস প্রবেশ করবে না বাংলায়। এর ফলে উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক এবং গরম বাতাস প্রবেশ করবে পশ্চিমবঙ্গে (West Bengal)। দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং বাঁকুড়ায় প্রবল তাপপ্রবাহ (Heatwave) চলবে।