ALERT: সপ্তাহজুড়ে থাকবে অসহ্য গরম, বইবে লু! বাইরে বেরোলেই রিস্ক

রাজ্যে বর্ষা কবে আসবে তার থেকেও বড় প্রশ্ন এখন বৃষ্টি কবে হবে? উত্তর পাওয়ার কোনও প্রশ্নই ওঠে না এখন কারণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে গরম। আর এটাই চলতে থাকবে।

New Update
summergirl

নিজস্ব সংবাদদাতাঃ বর্ষা লেটে রান করছে। এর ফলে কপাল পুড়ছে বাংলার। মাথার ওপর যেন আগুন ঝরছে। জ্যৈষ্ঠের গনগনে রোদের সঙ্গে প্যাচপেচে ঘাম দ্বিগুণ করে দিয়েছে সাধারণ মানুষের অস্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই গরম কমার কোনও লক্ষণ নেই। কোথাও কোথাও পারদ চল্লিশ পেরিয়ে যাওয়ার মতো অবস্থা। 

উত্তরবঙ্গের তাপমাত্রাও কলকাতার থেকে কিছু কম নয়। এই সপ্তাহজুড়ে গোটা রাজ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে শুকনো গরম থাকবে আর লু বইবে। তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গেও। তাই জ্যৈষ্ঠের জ্বালাপোড়া গরম আর প্যাচপেচে ঘামের থেকে মুক্তি পাবে না বঙ্গবাসী।