/anm-bengali/media/media_files/MbqQP9NTQrkq4OTGMuiF.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : জুন মাসে কেরলে বর্ষার আগমন ঘটে।তারপর মৌসুমী বায়ু প্রবেশ করে এ রাজ্যে। কিন্তু ২০২৩-এ বর্ষা কোথায়? বৃষ্টির সম্ভাবনা তো দূর জারি তাপপ্রবাহের সতর্কতা। আগামী ৪-৫ দিন অস্বস্তি বজায় থাকবে বলেই জানা যাচ্ছে আবহাওয়া সূত্রে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ- দুই বঙ্গই পুড়বে গ্রীষ্মের দাবদাহে। গরমের ছুটিতে যেখানে ভিড় বাড়ে উত্তরবঙ্গে, পাহাড়ে, সেখানেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ইতিমধ্যেই তাপপ্রবাহের কথা ভেবে স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার জারি থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। ফলে যতটা সম্ভব সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাস্তায় প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে রঙিন ঠান্ডা পানীয় খাওয়ার বদলে, ডাবের জল, আখের রস, লেবুর জল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাইরে বেরলো ছাতা আবশ্যক। সুতির কাপড় দিয়ে মুখ ভালো করে ঢেকে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জলের বোতলে ওআরএস মিশিয়ে রাখতে বলা হচ্ছে। হিট স্ট্রোক থেকে করা হচ্ছে সাবধান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us