/anm-bengali/media/media_files/qkrle5iEjyGaU9c39MOK.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দক্ষিণবঙ্গ পুড়ছে। পশ্চিমের জেলাগুলিতে কয়েকদিনে তাপমাত্রা পৌঁচেছে ৪৪ ডিগ্রিতে। বইছে লু, নাজেহাল হয়ে পড়ছে মানুষজন। এই মুহুর্তে কী করা উচিত তা প্রশাসনিকভাবে বার বার জানানো হচ্ছে। এবার তীব্র গরমের সময় সচেতনতার বার্তা নিয়ে ছবি এঁকে গান গাইল পিংলার পটশিল্পীরা।
বর্তমানে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার এই মুহুর্তে তাপমাত্রা ৪৪ ডিগ্রির ওপরে। বেলা ৯টার পর থেকেই হাঁসফাঁস করছে মানুষজন। দুপুরের দিকে রাস্তাঘাট প্রায় শূন্য হয়ে যাচ্ছে। প্রশাসনিকভাবে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই গরমে মানুষকে সচেতন করতে অন্যভাবে এগিয়ে এল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটশিল্পীরা। ছবি গানের মধ্য দিয়ে তারা বার্তা দিচ্ছে যে এই গরমে কী করা উচিত, কোথায় থাকা উচিত, কী খাওয়া উচিত, কোন সময়গুলিতে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। পটের গান গাইল পটুয়ারা। তাদের দাবি, 'সরকার তো সচেতন করছে। আমরাও আমাদের শিল্পর মাধ্যমে মানুষজনকে সচেতন করছি'।
/anm-bengali/media/post_attachments/66e7bf4bf12dfbaeb8946331fe304ab2471ca387b4f017ce8a7d475181fae813.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us