New Update
/anm-bengali/media/media_files/2025/05/18/GczCtUgv7Pd8Bzw4HcDS.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ১৮ মে চন্ডিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছেন আট জন। তাদেরকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আজ সকাল দশটা নাগাদ ১১৬ বি জাতীয় সড়কে চন্ডিপুর থানার বৃন্দাবনপুর-এর সন্নিকটে দীঘামুখী একটি সরকারি বাস এবং নন্দকুমারমুখী একটি মাল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাসটির মধ্যে ৫০ জন যাত্রী ছিলেন তারা কম বেশী আহত হয়ে চন্ডিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন, যার মধ্যে লরি এবং সরকারি বাসের চালক সহ ৮ জনকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে চন্ডিপুর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ কর্মীরা তৎপরতার সঙ্গে গুরুতর আহত ব্যক্তিদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করেন। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।