/anm-bengali/media/media_files/2025/07/19/whatsapp-image-2025-07-19-at-6-2025-07-19-18-13-14.jpeg)
HAWKER
নিজস্ব সংবাদদাতা - ভেন্ডারের কামরায় উঠেছিল হকাররা। আর সেই কারণেই ৭০০ করে ১৫ জন হকারকে ফাইন করতেই ছড়িয়ে পরে উত্তেজনা। তারপর শুরু হয় বিক্ষোভ। আর তারপরেই ফাইন প্রত্যাহার করতে হয় আর পি এফ (RPF)-কে।
দক্ষিণ-পূর্ব রেলওয়ের সমস্ত হকাররা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক রেলস্টেশনে আর পি এফ (RPF) অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শনিবার বিকেল পর্যন্ত চলে সেই বিক্ষোভ। হকারদের দাবি বালিচক আরপিএফ (RPF)-এর ওসি দুর্ব্যবহার করেছেন তাদের সাথে। হকারদের উপর ফাইন করেছেন। তাদের দাবি জয় বাংলা হকার সংগঠনের কার্ড থাকা সত্ত্বেও,ফাইন করে কি করে আরপিএফ (RPF) ? তাই শনিবার প্রায় ৪ ঘন্টা ধরে বালিচক স্টেশনের আরপিএফ (RPF) অফিসের সামনে বিক্ষোভ দেখায় শতাধিক হকার। পরে এই পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন খড়্গপুর জোনের অফিসার প্রশান্ত কীর্তনীয়া। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। হকারদের বোঝানো হয় তারপরেই বিক্ষোভ বন্ধ হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/19/whatsapp-image-2025-07-19-at-2025-07-19-18-13-28.jpeg)
অপরদিকে বালিচক আর পি এফ (RPF)- এর ওসি জানান,''বালিচক স্টেশনে স্পেশাল রেলওয়ে ড্রাইভ চলছিল। সেইসময় দুজন হকারকে ধরেছিলাম ভেন্ডারের বগি থেকে। তারপর বসিয়ে রেখেছিলাম এবং কেসও করতেও চেয়েছিলাম। আপাতত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। পরবর্তীতে এই ভুল যাতে না হয় সেই সচেতনতার বার্তাও দিয়েছি।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us