রাজভবনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভযোগ- স্পষ্টতই তৃণমূলের কাজ- জানিয়ে দেওয়া হল- শোরগোল

কি জানানো হল?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের শ্লীলতাহানির অভযোগ আনা হয়েছে। রাজভবনের তরফে ট্যুইট করে এই বিষয়ে কার্যত তৃণমূলকেই নিশানা করা হয়েছে। এবার এই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পক্ষে নিজের মন্তব্য সামনে রেখেছেন তথাগত রায়। তিনি জানিয়ে দিয়েছেন, এর পেছনে স্পষ্টতই তৃণমূলের হাত রয়েছে।

cv anandd wb.jpg

তিনি বলেছেন, "পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি নাকি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানি করেছেন। যারা শ্লীলতাহানি করে তারা সুযোগ পেলেই যে মহিলাকেই পায় তার সঙ্গেই এই কাজ করে বা চেষ্টা করে । তার ফলে তাদের ‘সুনাম’ দিগ্বিদিকে ছড়িয়ে পড়ে। সি ভি আনন্দ বোসকে আমি ওঁর মেঘালয়ে থাকার সময় থেকে চিনি। কস্মিন কালে এরকম বদনাম ওঁর সম্বন্ধে কখন শুনিনি। স্পষ্টতই এটি তৃণমূলের কাজ। এত চুরি ও অন্যান্য কুকীর্তির ফলে তারা নাজেহাল হয়ে এই কাজ করেছে। এই মহিলাকে ভারতীয় দণ্ডবিধির ২১১ নং ধারায় অভিযুক্ত করা উচিত। এই সব ছাড়াও, সংবিধানের ৩৬১ নং অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা করা একেবারেই যায় না"। 

Add 1

BJP | TMC | Kolkata | West Bengal CV Ananda Bose  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..  . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..  . . . . . . ..  . . .. .  . . .