"হর ঘর তিরঙ্গা" যাত্রা বিএসএফের হাত ধরে

কোথায় পালিত হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-12 at 5.20.04 PM

নিজস্ব প্রতিনিধি, মালদা: বহু বীর শহীদের রক্তের বিনিময়ে ২০০ বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে মূল্যবান স্বাধীনতা অর্জন করেছে ভারতবর্ষ। তাই দেশবাসীর কাছে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মোৎত্যাগের কথা তুলে ধরতে এবং দেশবাসীর মনে দেশাত্মবোধে জাগ্রত করে তুলতে "হর ঘর তিরঙ্গা" যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর অঙ্গ হিসেবে তিনি দেশজুড়ে শুরু করেছেন জন ভাগীদারি আন্দোলন। সেই আন্দোলনের সূত্র ধরেই আসন্ন ৭৯ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারত-বাংলাদেশ সীমান্ত জুড়ে তিরঙ্গা যাত্রা আয়োজন করল বিএসএফের ১২ নম্বর ব্যাটেলিয়ান। 

মঙ্গলবার সকালে মালদার হবিবপুরের আইহো স্ট্যান্ড থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা। সেখান থেকে একেবারে ভারত-বাংলাদেশ সীমান্ত হয়ে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে এই তিরঙ্গা যাত্রা শেষ হয় সিঙ্গাবাদ বিওপিতে। এই তিরঙ্গা যাত্রায় বিএসএফের ১২ ব্যাটেলিয়ানের বিএসএফ কমান্ড্যান্ট প্রেম কুমার, ডেপুটি কমান্ড্যান্ট পরিতোষ বিশ্বাস সহ জওয়ান, আধিকারিক এবং গ্রামবাসীরা দেশের জাতীয় পতাকা নিয়ে অংশ নিয়েছিল।

FLAG kl.jpg