হনুমান জয়ন্তী : মিছিলে শিব-পার্বতী!

ভক্তরা ঢাকঢোল বাজিয়ে গৈরিক পতাকা হাতে নগর পরিক্রমা করেন।

author-image
Harmeet
New Update
কুলটিতে মহা সমারোহে পালিত হল হনুমান জয়ন্তী

মিছিলে শিব-পার্বতীর আদলে সাজতেও দেখা যায় ভক্তদের

নিজস্ব প্রতিনিধি, কুলটি : কুলটিতে মহা সমারোহে পালিত হল হনুমান জয়ন্তী।  এদিন কুলটির কেন্দুয়া বাজার অঞ্চলে হনুমান মন্দিরে পুজো-পাঠের সাথে নগর পরিক্রমার আয়োজন করা হয়। যেখানে ভক্তরা ঢাকঢোল বাজিয়ে গৈরিক পতাকা হাতে নগর পরিক্রমা করেন। একই সাথে এদিনের মিছিলে শিব-পার্বতীর আদলে সাজতেও দেখা যায় ভক্তদের। মিছিলটি কেন্দুয়া বাজার বজরংবলি মন্দিরের সামনে থেকে শুরু হয়। এরপর ছয় নম্বর গেট, বারো নম্বর লোকো লাইন, রাঁচিগ্রাম, পাথর খাদ, ইটাভাটা হয়ে পুনঃরায় কেন্দুয়াবাজারে এসে শেষ হয়। তবে এই মিছিল শান্তি পূর্ণভাবেই অনুষ্ঠিত হয় এদিন।