হনুমান জয়ন্তী, কুলটিতে মিছিল

শনিবার সাঁকতোড়িয়া এলাকা থেকে এই মিছিল শুরু হয়ে লছিপুর গেট পর্যন্ত গিয়ে শেষ হয়।

author-image
Jaita Chowdhury
New Update
Hanuman

নিজস্ব সংবাদদাতা: হনুমান জয়ন্তী উপলক্ষ্যে আসানসোলের কুলটিতে মিছিল।হাইকোর্টের নির্দেশে কুলটির সাঁকতোড়িয়ার লাইন ধাওড়া থেকে লছিপুর গেট পর্যন্ত বাইক মিছিল অনুষ্ঠিত হল।শনিবার সাঁকতোড়িয়া এলাকা থেকে এই মিছিল শুরু হয়ে লছিপুর গেট পর্যন্ত গিয়ে শেষ হয়।এদিন মিছিল শুরুর আগে কুলটি থানার পুলিশের পক্ষ থেকে হাইকোর্টের বিভিন্ন শর্তাবলী অনুযায়ী বাইক মিছিল করার আবেদনও জানানো হয়।

কুলটিতে মহা সমারোহে পালিত হল হনুমান জয়ন্তী