অবশেষে বন দপ্তরের খাঁচায় ধরা পড়লো হনুমান

বন দপ্তরের খাঁচায় ধরা পড়লো হনুমান।

author-image
Aniket
New Update
e45c8921-f326-43ef-9855-6d6d1c5528b8

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নিশ্চিন্তা এলাকায় বেশ কয়েকদিন ধরে হনুমানের তান্ডব চলছিল। এই ঘটনায় আহত হয়েছিল এক পড়ুয়া সহ এক মহিলা। তারপর থেকে ডেবরা বন বিভাগের রেঞ্জার দেবাশীষ বিশ্বাস নিজ উদ্যোগ টিম তৈরি করে দুটি হনুমানকে খাঁচা বন্দি করতে সক্ষম হয়। ইতিমধ্যে ওই এলাকায় অনেকটাই স্বস্তি। ডেবরা বন বিভাগের রেঞ্জার দেবাশীষ বিশ্বাসকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।