ঘাটালে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

ঘাটালে উদ্ধার যুবকের মৃতদেহ।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-06-29 at 6.37.52 PM

GHATAL

নিজস্ব সংবাদদাতা - আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায়, ঘাটাল থানা থেকে মাত্র ঢিলছোঁড়া  দূরত্বে, ঘাটালেরই এক যুবক শিবনাথ মালিকের (বয়স ৩৭), গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

Crime

পুলিশ সুত্রে খবর, শিবনাথের বাড়ি ঘাটাল পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর এলাকার।  খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তবে কি কারনে মৃত্যু হয়েছে তা জানার জন্য পুরো বিষয়টি খতিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ।