/anm-bengali/media/media_files/KVX5Iczsblo7d2U6qb5s.jpg)
নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ সাত সকালে দাসপুরের সোনামুই বাজারে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে ঘা করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
/anm-bengali/media/post_attachments/6600e694-699.png)
ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় আজ সকাল আটটা নাগাদ দাসপুরের সোনামুই হাটে সবজি বিক্রেতা অলোক মন্ডলকে তার পাশেই বসে থাকা অঞ্জন মাজি নামের এক ব্যবসায়ী হঠাৎ করে এসে হাতুড়ি দিয়ে একের পর এক ঘা মারে। ঘা মারার সাথে সাথেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অলোক মণ্ডল।
/anm-bengali/media/post_attachments/05aa432f-01b.png)
ঘটনার পরেই স্থানীয়রা ছুটে আসে এবং রক্তাক্ত অবস্থায় থাকা অলোক মন্ডলকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। সূত্র মারফত জানা গিয়েছে যে, বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দাসপুর পুলিশ। পুলিশ গিয়ে অভিযুক্ত অঞ্জন মাজিকে থানায় নিয়ে যায়।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us