/anm-bengali/media/media_files/2025/03/01/uA513ZdPaXyEsMFdRLFV.jpeg)
নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: হলদিয়া টাউনশিপে যাত্রী সাধারণের বিক্ষোভ দেখানোর পর পুরানো ভাড়া নেওয়ার নির্দেশ দিল হলদিয়া পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক। নন্দীগ্রামের কেন্দ্যামারী ও হলদিয়া টাউনশিপের মধ্যে চলা ফেরী সার্ভিসের ভাড়া অপরিবর্তিত থাকার বিজ্ঞপ্তি দিয়েছে হলদিয়া পৌরসভা কর্তৃপক্ষ। এই ভাড়া বৃদ্ধি নিয়ে বিক্ষোভ চালাচ্ছিলেন যাত্রীরা।
গত ১০ বছর ধরে নন্দীগ্রাম কেন্দামারী ও হলদিয়া টাউনশিপের মধ্যে ফেরি সার্ভিস ভাড়া ৫ টাকা ধার্য ছিল। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যাত্রী ভাড়া ৫ টাকা থেকে ৭ টাকা করা হয়েছিল। কিন্তু সেই দু টাকা ভাড়া বৃদ্ধির জন্য বিক্ষোভ দেখায় যাত্রী সাধারণ। বিক্ষোভের জেরে পিছু হটলো হলদিয়া পৌরসভা কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় ভাড়া অপরিবর্তিত থাকলো। পরিষেবা আরো উন্নততর হয়েছে। পক্ষান্তরে হলদিয়া কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার ভাড়া ২০ টাকার পরিবর্তে ২৭ টাকা করা হয়েছে। একদম ৭ টাকা ভাড়া বাড়ানোয় সেখানেও যাত্রী বিক্ষোভ থাকার পরও টনক নড়েনি ডায়মন্ডহারবার পৌরসভা কর্তৃপক্ষের। কিন্তু হলদিয়া টাউনশিপে ২ টাকা ভাড়া বৃদ্ধির পর যাত্রী বিক্ষোভে সাড়া দিল হলদিয়া পৌরসভা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us