সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার পুনর্গঠন করছে NIA! কী তথ্য সামনে আসছে জেনে নিন
প্রত্যাঘাতের জন্য কোন পথে ভারত! শাহজাহানপুরের বিমান ঘাঁটিতে নামছে একের পর এক যুদ্ধ বিমান
জঙ্গিদের প্রতি মুহূর্তের খবর দিত ১০ জন স্থানীয় বাসিন্দা! NIA-এর ব়্যাডারে কারা
কোথায় লুকিয়ে রাখা ছিল অস্ত্র! এনআইএ-এর রিপোর্টে চাঞ্লক্যকর তথ্য
ফের রাজ্যে হিন্দু কর্মী খুন! এবার গর্জে উঠল বিজেপি
লস্কর-ই-তইবা নয়, পহেলগাঁও হামলার পেছনে পাক সেনা ও আইএসআইয়ের সরাসরি জড়িত থাকার প্রমাণ
কেরলের ভিজিনজাম সমুদ্রবন্দর উদ্বোধন! ভারতের জলপথ বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা
ওড়িশায় নেপালি ছাত্রীর রহস্যমৃত্যু! পুলিশের তদন্তে নয়া মোড়

শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি একাধিক এলাকা, খতিয়ে দেখলেন মহকুমা শাসক

কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত বিষয়ে জানার চেষ্টা করেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-03-26 at 20.20.51

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রবল শিলাবৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১, দাঁতন ২ এবং মোহনপুর ব্লকে। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বুধবার এলাকায় এলেন খড়গপুর মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও। এলাকায় এসে তিনি চাষীদের সঙ্গে কথা বলেন এবং কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত বিষয়ে জানার চেষ্টা করেন। পাশাপাশি দাঁতনের একাধিক জায়গা পরিদর্শন করেন এলাকার নেতৃত্ব ইপ্তেকার আলি সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে।

WhatsApp Image 2025-03-26 at 18.58.50

সমস্ত রকম ভাবে চাষীদের পাশে রয়েছেন এবং চাষীদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার এদিন আশ্বাস দেন মহাকুমা শাসক। মহকুমা শাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্রসহ অন্যান্যরা।