থিম গুজরাটের মন্দির, বিশেষ আকর্ষণ বেনারসের গঙ্গা আরতি

কোথায় দেখতে পাবেন এই মণ্ডপ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-11 at 5.07.39 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পরপর দু'বছর বিশ্ববাংলা শারদ সম্মানে জেলার সেরা পুজোর শিরপা পেয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের ধাদিকা যুব গোষ্ঠী! এই বছরও জেলার শেরার শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর ক্লাবের সদস্যরা। এবারের ভাবনা গুজরাটের নীলকন্ঠ মন্দির। এই বছর তাদের পুজো ১৬তম বর্ষে পদার্পণ করেছে। বাজেট ৪৫ লক্ষ টাকা। সরকারি সাহায্য ও এলাকার মানুষের সাহায্য নিয়েই এই পুজো মণ্ডপ সেজে উঠবে, মত উদ্যোক্তাদের। ভগবান শিব বিষ পান করার সময়কার তার সেই নীলকন্ঠ রূপ গুজরাটের এক মন্দিররে প্রতিষ্ঠিত রয়েছে। আর সেই রূপকে ফুটিয়ে তুলতে ধাদিকা যুব গোষ্ঠী। কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই পুজো মণ্ডপে। পুজোর সময় ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। পুলিশের সহযোগিতা নিয়ে ক্লাব সদস্যরা সেই দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করেন। তবে বৃষ্টি হলে মানুষের ভিড় সামাল দিতে যেমন একদিকে অসুবিধায় পড়তে হবে কমিটিকে তেমন অন্যদিকে দর্শনার্থীদের জন্যও সমস্যার সৃষ্টি হবে। দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে উত্তরপ্রদেশের বেনারস থেকে একটি সাধু-সন্তদের দল আসছে। পুজো মণ্ডপে প্রতিদিন সন্ধ্যে ৭ টা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত চলবে এই সন্ধ্যা আরতি। মাঝে থাকবে শিবের নীলকন্ঠ মূর্তি ও গঙ্গার অনুরুপে ঝর্ণা। ঝর্ণার দুই দিক হয়ে মূল মন্দিরে প্রবেশ করে প্রতিমা দর্শন। এভাবেই আবারও তৃতীয় বছরও বিশ্ব বাংলা শারদ সম্মান ছিনিয়ে নেওয়ার দৌড়ে এগিয়ে চলেছে ধাদিকা যুব গোষ্ঠীর পুজো উদ্যোক্তারা।

WhatsApp Image 2025-09-11 at 5.07.56 PM