/anm-bengali/media/media_files/BcHJoHICPSyaGa00oFjU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল বলেন, "২০০১ সালের ৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হন। তিনি ৭ অক্টোবর থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের দায়িত্ব পালন করেছেন এবং এখন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে গুজরাট দেশকে উন্নয়ন ও বৃদ্ধির রাজনীতি দেখিয়েছে। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন গোটা দেশে আলাদা জায়গা পেয়েছিল গুজরাট। আর আজ গোটা বিশ্বে ভারতের স্থান অন্যরকম। আজ গুজরাট চতুর্মাত্রিক উন্নয়নের সাক্ষী হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ৭ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতি বছর 'বিকাশ সপ্তহ' পালন করব। সেই সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে এটাকে আমরা বড় মাপের আন্দোলনে পরিণত করব।"
#WATCH | Gandhinagar | Gujarat Health Minister Rushikesh Patel says, "PM Modi became the CM of Gujarat on October 7, 2001. He served Gujarat from October 7 till 2014 and is now serving as the Prime Minister of India...Under his leadership, Gujarat showed the politics of… pic.twitter.com/2ZHzy1OYFM
— ANI (@ANI) October 6, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us